আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৬৪
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৬৪. হযরত মায়মুনা বিনত সা'দ (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদেরকে রোযা সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ ﷺ বসলেন, যাদের শক্তি রয়েছে, তারা যেন প্রতি মাসে তিন দিন রোযা রাখে। কেননা প্রতিদিনের রোযা তার দশটি করে গুনাহ মিটিয়ে দেবে এবং গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে ফেলবে, যেমন পানি কাপড়কে পরিষ্কার করে দেয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1564- وَرُوِيَ عَن مَيْمُونَة بنت سعد رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله أَفْتِنَا عَن الصَّوْم فَقَالَ من كل شهر ثَلَاثَة أَيَّام من اسْتَطَاعَ أَن يصومهن فَإِن كل يَوْم يكفر عشر سيئات وينقي من الْإِثْم كَمَا ينقي المَاء الثَّوْب

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৬৪ | মুসলিম বাংলা