আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৫৭
অধ্যায়ঃ রোযা
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৫৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু রাসূল ﷺ আমাকে তিনটি বিষয়ের ওসীয়াত করেছেন। প্রতি মাসে তিন দিন রোযা পালন, চাশতের দু'রাকাত নামায এবং নিদ্রা যাবার পূর্বেই বিতর নামায আদায়।।
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1557- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث صِيَام ثَلَاثَة أَيَّام من كل شهر وركعتي الضُّحَى وَأَن أوتر قبل أَن أَنَام
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ