আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৫৮
প্রতি মাসে তিন দিন, বিশেষত আইয়ামে বীয-এর রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫৫৮. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার হাবীব (রাসুল ﷺ আমাকে তিনটি বিষয়ের ওসীয়াত করেছেন। আমি যতদিন বেঁচে থাকব এগুলো ছাড়ব না। প্রতি মাসে তিন দিনের রোযা, চাশতের নামায এবং বিতর নামায আদায় না করে যেন নিদ্রা না যাই।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم ثَلَاثَة أَيَّام من كل شهر سِيمَا الْأَيَّام الْبيض
1558- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي حَبِيبِي بِثَلَاث لن أدعهن مَا عِشْت بصيام ثَلَاثَة أَيَّام من كل شهر وَصَلَاة الضُّحَى وَبِأَن لَا أَنَام حَتَّى أوتر
رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান