আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৫০
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৫০. বুখারী ও মুসলিমের এক বর্ণনায় রয়েছে। হযরত আয়েশা (রা) বলেন: রাসূলুল্লাহ ﷺ কোন মাসেই শা'বানের চেয়ে অধিক রোযা রাখতেন না। কেননা তিনি পূর্ণ শা'বান রোযা রাখতেন, আর তিনি বলতেন, তোমরা এমন আমলই কর, যা করার তোমাদের শক্তি রয়েছে। কেননা আল্লাহ ক্লান্ত হবেন না, তোমরাই শেষে ক্লান্ত হয়ে পড়বে। নবী করীম ﷺ -এর নিকট উত্তম সালাত ঐ সালাতই ছিল যার পাবন্দী করা হয়-যদিও তা অল্প হয়। আর তিনি যখন কোন সালাত আদায় করতেন, তখন তা নিয়মিত আদায় করতেন।
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1550- وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم قَالَت لم يكن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم شهرا أَكثر من شعْبَان فَإِنَّهُ كَانَ يَصُوم شعْبَان كُله وَكَانَ يَقُول خُذُوا من الْعَمَل مَا تطيقون فَإِن الله لَا يمل حَتَّى تملوا وَكَانَ أحب الصَّلَاة إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا دووم عَلَيْهَا وَإِن قلت
وَكَانَ إِذا صلى صَلَاة داوم عَلَيْهَا
وَكَانَ إِذا صلى صَلَاة داوم عَلَيْهَا
