আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৫১
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৫১. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ﷺ -কে শা'বান ও রমযান ছাড়া একাধারে দু'মাস রোযা পালন করতে দেখি নাই।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং একে হাসান বলে মন্তব্য করেছেন। আবূ দাউদও হাদীসটি এভাবে বর্ণনা করেনঃ
হযরত উম্মে সালামা (রা) বলেন, নবী করীম বছরে কোন পূর্ণ মাস (নফল) রোযা রাখেননি, তবে শা'বান মাস এর ব্যতিক্রম। তিনি এ মাসটিকে রমযানের সাথে যুক্ত করে নিতেন।
(নাসাঈ এ হাদীসটির উভয় বক্তব্যই বর্ণনা করেছেন।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং একে হাসান বলে মন্তব্য করেছেন। আবূ দাউদও হাদীসটি এভাবে বর্ণনা করেনঃ
হযরত উম্মে সালামা (রা) বলেন, নবী করীম বছরে কোন পূর্ণ মাস (নফল) রোযা রাখেননি, তবে শা'বান মাস এর ব্যতিক্রম। তিনি এ মাসটিকে রমযানের সাথে যুক্ত করে নিতেন।
(নাসাঈ এ হাদীসটির উভয় বক্তব্যই বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1551- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت مَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم شَهْرَيْن مُتَتَابعين إِلَّا شعْبَان ورمضان
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَأَبُو دَاوُد وَلَفظه قَالَت لم يكن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم من السّنة شهرا تَاما إِلَّا شعْبَان كَانَ يصله برمضان
رَوَاهُ النَّسَائِيّ باللفظين جَمِيعًا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَأَبُو دَاوُد وَلَفظه قَالَت لم يكن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم من السّنة شهرا تَاما إِلَّا شعْبَان كَانَ يصله برمضان
رَوَاهُ النَّسَائِيّ باللفظين جَمِيعًا
