আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৪৯
অধ্যায়ঃ রোযা
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৪৯. নাসাঈর একটি বর্ণনায় এমন রয়েছে। হযরত আয়েশা (রা) বলেনঃ রাসূলুল্লাহ ﷺ কোন মাসেই শা'বানের চেয়ে বেশি রোযা রাখতেন না। তিনি পূর্ণ শা'বান অথবা অধিকাংশ শা'বান রোযা রাখতেন।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1549- وَفِي رِوَايَة للنسائي قَالَت لم يكن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لشهر أَكثر صياما مِنْهُ لشعبان كَانَ يَصُومهُ أَو عامته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৪৯ | মুসলিম বাংলা