আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৪৬
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৪৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম হয় প্রায় সারা শাবান মাস রোযা রাখতেন। আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। আপনার রোযার জন্য সবচেয়ে প্রিয় মাস কি শা'বান? তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ্ এ মাসে প্রতিটি প্রাণীর মৃত্যুর ফায়সালা লিখে থাকেন। তাই আমি পসন্দ করি যে, রোযা থাকা অবস্থায় আমার মৃত্যু আসুক।
(হাদীসটি আবূ ইয়ালা বর্ণনা করেছেন। হাদীসটি গরীব, তবে-এর সনদ হাসান)
(হাদীসটি আবূ ইয়ালা বর্ণনা করেছেন। হাদীসটি গরীব, তবে-এর সনদ হাসান)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1546- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَصُوم شعْبَان كُله
قَالَت قلت يَا رَسُول الله أحب الشُّهُور إِلَيْك أَن تصومه شعْبَان قَالَ إِن الله يكْتب فِيهِ على كل نفس ميتَة تِلْكَ السّنة فَأحب أَن يأتيني أَجلي وَأَنا صَائِم
رَوَاهُ أَبُو يعلى وَهُوَ غَرِيب وَإِسْنَاده حسن
قَالَت قلت يَا رَسُول الله أحب الشُّهُور إِلَيْك أَن تصومه شعْبَان قَالَ إِن الله يكْتب فِيهِ على كل نفس ميتَة تِلْكَ السّنة فَأحب أَن يأتيني أَجلي وَأَنا صَائِم
رَوَاهُ أَبُو يعلى وَهُوَ غَرِيب وَإِسْنَاده حسن
