আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৪৭
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৪৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ রোযা রাখতে শুরু করতেন। এমনকি আমরা বলতাম যে, তিনি আর রোযা ছাড়বেন না। আবার রোযা ছাড়তে থাকতেন, এমন কি আমরা বলতাম যে, তিনি আর রোযা রাখবেন না। আমি রাসূলুল্লাহ ﷺ -কে রমযান ছাড়া কখনও পূর্ণ মাসের রোযা রাখতে দেখিনি। আর শা'বান ছাড়া অন্য কোন মাসে অধিক রোযা রাখতে দেখিনি।
(হাদীসটি বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন। তিরমিযী, নাসাঈ প্রমুখ মুহাদ্দিসগণ এটি এভাবে বর্ণনা করেছেন।)
হযরত আয়েশা (রা) বলেনঃ আমি নবী করীম মা-কে কোন মাসে শা'বান মাসের চেয়ে বেশি রোযা রাখতে দেখিনি। তিনি প্রায় পূর্ণ শা'বান রোযা রাখতেন, বরং পূর্ণ শা'বানই রোযা রাখতেন।
(হাদীসটি বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন। তিরমিযী, নাসাঈ প্রমুখ মুহাদ্দিসগণ এটি এভাবে বর্ণনা করেছেন।)
হযরত আয়েশা (রা) বলেনঃ আমি নবী করীম মা-কে কোন মাসে শা'বান মাসের চেয়ে বেশি রোযা রাখতে দেখিনি। তিনি প্রায় পূর্ণ শা'বান রোযা রাখতেন, বরং পূর্ণ শা'বানই রোযা রাখতেন।
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1547- وعنها رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم حَتَّى نقُول لَا يفْطر وَيفْطر حَتَّى نقُول لَا يَصُوم وَمَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتكْمل صِيَام شهر قطّ إِلَّا شهر رَمَضَان وَمَا رَأَيْته فِي شهر أَكثر صياما مِنْهُ فِي شعْبَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
وَرَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا قَالَت مَا رَأَيْت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي شهر أَكثر صياما مِنْهُ فِي شعْبَان كَانَ يَصُومهُ إِلَّا قَلِيلا بل كَانَ يَصُومهُ كُله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
وَرَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا قَالَت مَا رَأَيْت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي شهر أَكثر صياما مِنْهُ فِي شعْبَان كَانَ يَصُومهُ إِلَّا قَلِيلا بل كَانَ يَصُومهُ كُله
