আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৪৫
অধ্যায়ঃ রোযা
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৪৫. তিরমিযী হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। আনাস বলেন, নবী করীম ﷺ -কে জিজ্ঞাসা করা হয়েছিল, রমযানের পর সর্বোত্তম রোযা কোনটি? তিনি বলেছিলেন, রমযানের সম্মান প্রদর্শনের জন্য শাবান মাসের রোযা। প্রশ্নকারী বলেছিল, কোন দানটি সর্বোত্তম? তিনি উত্তরে বলেছিলেন, রমযানের দান।
(তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
(তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1545- وروى التِّرْمِذِيّ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي الصَّوْم أفضل بعد رَمَضَان قَالَ شعْبَان لتعظيم رَمَضَان
قَالَ فَأَي الصَّدَقَة أفضل قَالَ صَدَقَة فِي رَمَضَان
قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
قَالَ فَأَي الصَّدَقَة أفضل قَالَ صَدَقَة فِي رَمَضَان
قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب