আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৪৪
শাবানের রোযার প্রতি উৎসাহ প্রদান, এ মাসে নবী করীম ﷺ -এর রোযা পালন ও মধ্য শাবানের রাত্রির ফযীলত প্রসঙ্গ
১৫৪৪. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ কোন কোন সময় রোযা রাখতে শুরু করতেন আর তা ছাড়তেন না। এমনকি আমরা বলতাম যে, রাসূলুল্লাহ ﷺ -এর হয়ত এ বছর আর রোযা ছাড়ার ইচ্ছা নেই। তারপর তিনি রোযা ছাড়তে থাকতেন আর রোযা রাখতেন না। এমন কি আমরা বলতাম যে, তাঁর বোধহয় এ বছর আর রোযা রাখার ইচ্ছা নেই। আর তাঁর কাছে সবচেয়ে প্রিয় ছিল শাবানের রোযা।
(হাদীসটি আহমদ এবং ত্ববরানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ এবং ত্ববরানী বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَوْم شعْبَان وَمَا جَاءَ فِي صِيَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَهُ وَفضل لَيْلَة نصفه
1544- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَصُوم وَلَا
يفْطر حَتَّى نقُول مَا فِي نفس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يفْطر الْعَام ثمَّ يفْطر فَلَا يَصُوم حَتَّى نقُول مَا فِي نَفسه أَن يَصُوم الْعَام وَكَانَ أحب الصَّوْم إِلَيْهِ فِي شعْبَان
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
يفْطر حَتَّى نقُول مَا فِي نفس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يفْطر الْعَام ثمَّ يفْطر فَلَا يَصُوم حَتَّى نقُول مَا فِي نَفسه أَن يَصُوم الْعَام وَكَانَ أحب الصَّوْم إِلَيْهِ فِي شعْبَان
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
