আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৩৮
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
প্রসঙ্গে
১৫৩৮. ইবন আব্বাস (রা) থেকেই বর্ণিত যে, তাঁকে আশুরার রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, আমি জানি না যে, রাসূলুল্লাহ্ ﷺ অন্যান্য দিনের উপর কোন বিশেষ দিনের মর্যাদা দিয়ে অধিক সওয়াবের আশায় রোযা রেখেছেন; কিন্তু এই আশূরার দিবস। অনুরূপভাবে কোন মাসের উপর অন্য মাসের মর্যাদা দিয়ে তিনি রোযা রাখেন নি; কিন্তু এই মাস অর্থাৎ রমযান মাস।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1538- وَعنهُ رَضِي الله عَنهُ أَنه سُئِلَ عَن صِيَام يَوْم عَاشُورَاء
فَقَالَ مَا علمت أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَامَ يَوْمًا يطْلب فَضله على الْأَيَّام إِلَّا هَذَا الْيَوْم وَلَا شهرا إِلَّا هَذَا الشَّهْر يَعْنِي رَمَضَان
رَوَاهُ مُسلم
فَقَالَ مَا علمت أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَامَ يَوْمًا يطْلب فَضله على الْأَيَّام إِلَّا هَذَا الْيَوْم وَلَا شهرا إِلَّا هَذَا الشَّهْر يَعْنِي رَمَضَان
رَوَاهُ مُسلم
