আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৩৯
অধ্যায়ঃ রোযা
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
১৫৩৯. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকেই বর্ণিত যে, নবী করীম ﷺ রমযানের পর কোন দিনের উপর অন্য কোন দিনের ফযীলত খুঁজে রোযা রাখতেন না; কিন্তু আশূরা দিবস এর ব্যতিক্রম।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে এসেছে।)
كتاب الصَّوْم
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1539- وَعنهُ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لم يكن يتوخى فضل يَوْم على يَوْم بعد رَمَضَان إِلَّا عَاشُورَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده حسن بِمَا قبله
tahqiqতাহকীক:তাহকীক চলমান