আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৩৯
অধ্যায়ঃ রোযা
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
প্রসঙ্গে
১৫৩৯. হযরত ইব্ন আব্বাস (রা) থেকেই বর্ণিত যে, নবী করীম ﷺ রমযানের পর কোন দিনের উপর অন্য কোন দিনের ফযীলত খুঁজে রোযা রাখতেন না; কিন্তু আশূরা দিবস এর ব্যতিক্রম।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে এসেছে।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' নামক গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে এসেছে।)
كتاب الصَّوْم
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1539- وَعنهُ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لم يكن يتوخى فضل يَوْم على يَوْم بعد رَمَضَان إِلَّا عَاشُورَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده حسن بِمَا قبله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده حسن بِمَا قبله