আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৩৭
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
১৫৩৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। যে, রাসূলুল্লাহ্ ﷺ আশুরার রোযা রেখেছিলেন অথবা রোযা রাখার নির্দেশ দিয়েছিলেন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1537- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَامَ يَوْم عَاشُورَاء أَو أَمر بصيامه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৩৭ | মুসলিম বাংলা