আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৩৬
আশূরার রোযার প্রতি উৎসাহ দান এবং এই দিন পরিবার-পরিজনের জন্য উদার হতে খরচ করা
প্রসঙ্গে
প্রসঙ্গে
১৫৩৬. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ -কে আশুরা দিবসের রোযা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন যে, এ রোযা বিগত এক বছরের গুনাহসমূহকে মিটিয়ে দেয়।
(হাদীসটি মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইবন মাজাহ এটি নিম্নরূপ শব্দে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আশূরা দিবসের রোযার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে, তা পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।)
(হাদীসটি মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইবন মাজাহ এটি নিম্নরূপ শব্দে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আশূরা দিবসের রোযার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে, তা পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।)
الترغيب في صوم يوم عاشوراء والتوسيع فيه على العيال
1536- عَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ عَن صِيَام يَوْم عَاشُورَاء فَقَالَ يكفر السّنة الْمَاضِيَة
رَوَاهُ مُسلم وَغَيره وَابْن مَاجَه وَلَفظه قَالَ صِيَام يَوْم عَاشُورَاء إِنِّي أحتسب على الله أَن يكفر السّنة الَّتِي بعْدهَا
رَوَاهُ مُسلم وَغَيره وَابْن مَاجَه وَلَفظه قَالَ صِيَام يَوْم عَاشُورَاء إِنِّي أحتسب على الله أَن يكفر السّنة الَّتِي بعْدهَا
