আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫৩৫
মুহররম মাসের রোযার প্রতি উৎসাহ প্রদান
১৫৩৫. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি আরাফার দিন রোযা রাখে, তার দু'বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর যে ব্যক্তি মুহররম মাসের একদিন রোযা রাখে, তাকে প্রতি দিনে এক মাসের রোযার পুণ্য দেয়া হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' নামক কিতাবে বর্ণনা করেছেন। হাদীসটি গরীব পর্যায়ের এবং এর সনদে কোন দোষ নেই। হায়সাম ইবন হাবীবকে ইবন হিব্বান নির্ভরযোগ্য বর্ণনাকারী বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' নামক কিতাবে বর্ণনা করেছেন। হাদীসটি গরীব পর্যায়ের এবং এর সনদে কোন দোষ নেই। হায়সাম ইবন হাবীবকে ইবন হিব্বান নির্ভরযোগ্য বর্ণনাকারী বলে মন্তব্য করেছেন।)
التَّرْغِيب فِي صِيَام شهر الله الْمحرم
1535- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْم عَرَفَة كَانَ لَهُ كَفَّارَة سنتَيْن وَمن صَامَ يَوْمًا من الْمحرم فَلهُ بِكُل يَوْم ثَلَاثُونَ يَوْمًا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير وَهُوَ غَرِيب وَإِسْنَاده لَا بَأْس بِهِ
والهيثم بن حبيب وَثَّقَهُ ابْن حبَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير وَهُوَ غَرِيب وَإِسْنَاده لَا بَأْس بِهِ
والهيثم بن حبيب وَثَّقَهُ ابْن حبَان
