আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৩২
মুহররম মাসের রোযার প্রতি উৎসাহ প্রদান
১৫৩২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: রমযানের পর সর্বোত্তম রোযা হল মুহররম মাসের রোযা। আর ফরয নামাযের পর সর্বোত্তম নামায হল রাতের নামায (তাহাজ্জুদ)।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। আবু দাউদ, তিরমিযী ও নাসাঈও এটি বর্ণনা করেন। ইবন মাজাহ সংক্ষেপে শুধু এর নামায় সম্পর্কিত অংশটুকু বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صِيَام شهر الله الْمحرم
1532- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الصّيام بعد رَمَضَان شهر الله الْمحرم وَأفضل الصَّلَاة بعد الْفَرِيضَة صَلَاة اللَّيْل

رَوَاهُ مُسلم وَاللَّفْظ
لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَرَوَاهُ ابْن مَاجَه بِاخْتِصَار ذكر الصَّلَاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৩২ | মুসলিম বাংলা