আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৩৩
অধ্যায়ঃ রোযা
মুহররম মাসের রোযার প্রতি উৎসাহ প্রদান
১৫৩৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তাঁকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল যে, আপনি আমাকে রমযানের পর কোন মাসে রোযা রাখার আদেশ দেন? তিনি তখন বলেছিলেন, এ ব্যাপারে আমি কাউকে জিজ্ঞাসা করতে শুনিনি। তবে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ﷺ -এর নিকট এসে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি আমাকে রমযানের পর কোন মাসে রোযা রাখার নির্দেশ দেন? এ প্রশ্নের সময় আমি রাসূলুল্লাহ-এর কাছে উপবিষ্ট ছিলাম। রাসুলুল্লাহ্ ﷺ তখন বললেনঃ রমযানের পর তুমি যদি রোযা রাখতে চাও, তাহলে মুহররম মাসের রোযা রেখো। কারণ এটি আল্লাহর (সম্মানিত) মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন আল্লাহ্ এক সম্প্রদায়ের উপর অনুগ্রহ করেছিলেন এবং ভবিষ্যতেও তিনি এদিনে অনেক সম্প্রদায়ের উপর অনুগ্রহ করবেন।
(হাদীসটি ইমাম আহমদ ইবন হাম্বলের পুত্র আবদুল্লাহ তাঁর পিতা ছাড়া অন্য এক সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী এটি আবদুর রহমান ইবন ইসহাক ইবন আবু শায়বা... নু'মান ইবন সা'দ... আলী (রা) সূত্রে বর্ণনা করেছেন এবং বলেছেন: হাদীসটি হাসান-গরীব।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام شهر الله الْمحرم
1533- وَعَن عَليّ رَضِي الله عَنهُ وَسَأَلَهُ رجل فَقَالَ أَي شهر تَأْمُرنِي أَن أَصوم بعد شهر رَمَضَان فَقَالَ لَهُ مَا سَمِعت أحدا يسْأَل عَن هَذَا إِلَّا رجلا سمعته يسْأَل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا قَاعد عِنْده فَقَالَ يَا رَسُول الله أَي شهر تَأْمُرنِي أَن أَصوم بعد شهر رَمَضَان قَالَ إِن كنت صَائِما بعد شهر رَمَضَان فَصم الْمحرم فَإِنَّهُ شهر الله فِيهِ يَوْم تَابَ الله فِيهِ على قوم وَيَتُوب فِيهِ على قوم آخَرين

رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد عَن غير أَبِيه وَالتِّرْمِذِيّ من رِوَايَة عبد الرَّحْمَن بن إِسْحَاق وَهُوَ ابْن أبي شيبَة عَن النُّعْمَان بن سعد عَن عَليّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৩৩ | মুসলিম বাংলা