আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫২৩
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২৩. ইবন মাজাহ কাতাদা ইব্ন নুমান থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ্ ﷺ -কে একথা বলতে শুনেছি। যে ব্যক্তি আরাফার দিন রোযা রাখবে, তার সামনের এক বছরের ও পিছনের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে।
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1523- وروى ابْن مَاجَه أَيْضا عَن قَتَادَة بن النُّعْمَان قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صَامَ يَوْم عَرَفَة غفر لَهُ سنة أَمَامه وَسنة بعده
