আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫২৪
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২৪. আতা খুরাসানী (র) থেকে বর্ণিত যে, আবদুর রহমান ইব্‌ন আবু বকর আরাফার দিন হযরত আয়েশা। (রা)-এর বাড়িতে গিয়ে দেখলেন যে, তিনি রোযা রেখেছেন এবং তাঁর গায়ে পানি ছিটানো হচ্ছে। আবদুর রহমান তাঁকে বললেন, তুমি রোযা ভেঙ্গে ফেল। আয়েশা বললেন, রোযা ছেড়ে দেব? অথচ আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি। নিশ্চয়ই আরাফার দিনের রোযা পূর্ববর্তী বছরের গুনাহের কাফ্ফারা হয়ে যাবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। হাদীসের সকল বর্ণনাকারী সহীহ গ্রন্থসমূহের বর্ণনাকারীদের মতই নির্ভরযোগ্য। তবে আতা খুরাসানী আবদুর রহমান ইবন আবু বকর থেকে হাদীস শোনেননি।)
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1524- وَعَن عَطاء الْخُرَاسَانِي أَن عبد الرَّحْمَن بن أبي بكر رَضِي الله عَنْهُمَا دخل على عَائِشَة رَضِي الله عَنْهَا يَوْم عَرَفَة وَهِي صَائِمَة وَالْمَاء يرش عَلَيْهَا فَقَالَ لَهَا عبد الرَّحْمَن أفطري فَقَالَت أفطر وَقد سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن صَوْم يَوْم عَرَفَة يكفر الْعَام الَّذِي قبله

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَن عَطاء الْخُرَاسَانِي لم يسمع من عبد الرَّحْمَن بن أبي بكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫২৪ | মুসলিম বাংলা