আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫২২
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২২. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -কে আরাফার দিনের রোযা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেনঃ এদিনের রোযা বিগত ও আগত বছরের গুনাহসমূহের কাফফারা স্বরূপ হয়ে যাবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেন। তিরমিযী এটি এভাবে বর্ণনা করেছেন:
নবী করীম ﷺ বলেছেন, আরাফার দিনের রোযা সম্পর্কে আমি আল্লাহর কাছে এ আশা পোষণ করি যে, তিনি এরদ্বারা পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেন। তিরমিযী এটি এভাবে বর্ণনা করেছেন:
নবী করীম ﷺ বলেছেন, আরাফার দিনের রোযা সম্পর্কে আমি আল্লাহর কাছে এ আশা পোষণ করি যে, তিনি এরদ্বারা পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন।)
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1522- عَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن صَوْم يَوْم عَرَفَة قَالَ
يكفر السّنة الْمَاضِيَة والباقية
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صِيَام يَوْم عَرَفَة إِنِّي أحتسب على الله أَن يكفر السّنة الَّتِي بعده وَالسّنة الَّتِي قبله
يكفر السّنة الْمَاضِيَة والباقية
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صِيَام يَوْم عَرَفَة إِنِّي أحتسب على الله أَن يكفر السّنة الَّتِي بعده وَالسّنة الَّتِي قبله
