আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫১৮
শাওয়াল মাসের ছয়টি রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫১৮. হযরত আবূ আইয়ুব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যে ব্যক্তি রমযানের রোযা রাখল,তারপর শাওয়াল মাসে ছয়টি রোযা পালন করল, সে যেন সারা বছর রোযা পালন করল।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ ও তাবারানী বর্ণনা করেছেন। তাবারানী নীচের অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন:
বর্ণনাকারী (আবু আইয়ূব) বলেন, আমি বললাম, তাহলে কি প্রতি দিনে দশ দিন? রাসূলুল্লাহ্ ﷺ বললেন, হ্যাঁ। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থসমূহের বর্ণনাকারীদের মতই।)
التَّرْغِيب فِي صَوْم سِتّ من شَوَّال
1518- عَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ رَمَضَان ثمَّ أتبعه سِتا من شَوَّال كَانَ كصيام الدَّهْر

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ
وَزَاد قَالَ قلت بِكُل يَوْم عشرَة قَالَ نعم
وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫১৮ | মুসলিম বাংলা