আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫১৭
বিনা ওযরে রমযানের কোন একদিনের রোযা ছেড়ে দেয়ার ব্যাপারে সতর্কবাণী
১৫১৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। হাম্মাদ বলেন, আমার জানামতে এটি হযরত (ইবন আব্বাস (রা) মারফু’ভাবে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ ইসলামের রজু ও দীনের ভিত্তি তিনটি, এগুলোর উপরই ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। যে ব্যক্তি এগুলোর কোন একটি পরিত্যাগ করবে, সে এগুলোর অস্বীকারকারী বলে সাব্যস্ত হবে এবং তাকে হত্যা করা বৈধ হবে। বিষয় তিনটি হল এই'। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই একথার সাক্ষ্য প্রদান, ফরয সালাত আদায় ও রমযানের সাওম পালন।
(হাদীসটি আবু ইয়ালা হাসান সনদে বর্ণনা করেছেন। অপর এক বর্ণনায় এরূপ এসেছে। যে ব্যক্তি এগুলোর কোন একটি ছেড়ে দেবে, সে আল্লাহকে অগ্রাহ্যকারী কাফির বলে গণ্য হবে। তার ফরয-নফল কোন ইবাদতই কবুল করা হবে না এবং তার জীবন ও সম্পদের নিরাপত্তা বিনষ্ট হয়ে যাবে।)
(হাদীসটি আবু ইয়ালা হাসান সনদে বর্ণনা করেছেন। অপর এক বর্ণনায় এরূপ এসেছে। যে ব্যক্তি এগুলোর কোন একটি ছেড়ে দেবে, সে আল্লাহকে অগ্রাহ্যকারী কাফির বলে গণ্য হবে। তার ফরয-নফল কোন ইবাদতই কবুল করা হবে না এবং তার জীবন ও সম্পদের নিরাপত্তা বিনষ্ট হয়ে যাবে।)
التَّرْهِيب من إفطار شَيْء من رَمَضَان من غير عذر
1517- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ حَمَّاد بن زيد وَلَا أعلمهُ إِلَّا قد رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عرى الْإِسْلَام وقواعد الدّين ثَلَاثَة عَلَيْهِنَّ أسس الْإِسْلَام من ترك وَاحِدَة مِنْهُنَّ فَهُوَ بهَا كَافِر حَلَال الدَّم شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَالصَّلَاة الْمَكْتُوبَة وَصَوْم رَمَضَان رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
وَفِي رِوَايَة من ترك مِنْهُنَّ وَاحِدَة فَهُوَ بِاللَّه كَافِر وَلَا يقبل مِنْهُ صرف وَلَا عدل وَقد حل دَمه وَمَاله
وَفِي رِوَايَة من ترك مِنْهُنَّ وَاحِدَة فَهُوَ بِاللَّه كَافِر وَلَا يقبل مِنْهُ صرف وَلَا عدل وَقد حل دَمه وَمَاله
