আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫১৪
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫১৪. মালিক (র) থেকে বর্ণিত যে, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তিকে একথা বলতে শুনেছেন, রাসূলুল্লাহ -কে পূর্ববর্তী মানুষের বয়স ও এ বিষয়ে আল্লাহ্ আরও যা ইচ্ছা করেছিলেন, সবকিছু দেখানো হল। এতে তিনি যেন আপন উম্মতের বয়সকে পূর্ববর্তী মানুষের আমলের পর্যায়ে পৌঁছাবার পক্ষে অপ্রতুল মনে করলেন। তাই আল্লাহ্ তাকে হাজার মাসের চেয়ে উত্তম এই লায়লাতুল কদর দান করলেন।
(মালিক এ হাদীসটি তাঁর মুয়াত্তা গ্রন্থে এভাবেই উল্লেখ করেছেন।)
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1514- وَعَن مَالك رَحمَه الله أَنه سمع من يَثِق بِهِ من أهل الْعلم يَقُول إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أرِي أَعمار النَّاس قبله أَو مَا شَاءَ الله من ذَلِك فَكَأَنَّهُ تقاصر أَعمار أمته أَن يبلغُوا من الْعَمَل مثل الَّذِي بلغ غَيرهم فَأعْطَاهُ الله لَيْلَة الْقدر خيرا من ألف شهر

ذكره فِي الْمُوَطَّأ هَكَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫১৪ | মুসলিম বাংলা