আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫১৩
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫১৩. হযরত উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে লায়লাতুল কদর সম্পর্কে সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, এটি রমযান মাসের শেষ দশকের বেজোড় রাত্রির একুশতম অথবা তেইশতম অথবা পঁচিশতম অথবা সাতাশতম অথবা উনত্রিশতম রাত্রিতে অথবা রমযানের শেষ রাত্রিতে হয়ে থাকে। যে ব্যক্তি পুণ্যলাভের আশায় এ রাত্রিতে ইবাদত করবে, তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
এ হাদীসের প্রতিপাদ্য এই অতিরিক্ত বিষয়বস্তুটি এ অধ্যায়ের শুরুতে হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত হাদীসটিতে আসে নাই।
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1513- وروى أَحْمد من طَرِيق عبد الله بن مُحَمَّد بن عقيل عَن عَمْرو بن عبد الرَّحْمَن عَن عبَادَة بن الصَّامِت قَالَ أخبرنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن لَيْلَة الْقدر
قَالَ هِيَ فِي شهر رَمَضَان فِي الْعشْر الْأَوَاخِر لَيْلَة إِحْدَى وَعشْرين أَو ثَلَاث وَعشْرين أَو خمس وَعشْرين أَو سبع وَعشْرين أَو تسع وَعشْرين أَو آخر لَيْلَة من رَمَضَان
من قامها احتسابا غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر
وَمَا تقدّمت هَذِه الزِّيَادَة فِي حَدِيث أبي هُرَيْرَة فِي أول الْبَاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫১৩ | মুসলিম বাংলা