আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫১০
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫১০. নাসাঈর অপর এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন। নিশ্চয়ই আল্লাহ্ রমযানের রোযা ফরয করে দিয়েছেন। আর আমি তোমাদের জন্য এর রাত্রি জাগরণ (সালাতুত তারাবীহকে) সুন্নত করে দিয়েছি। অতএব যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যলাভের আশায় এ মাসে রোযা পালন ও রাত্রি জাগরণ করবে, সে নিজের পাপরাশি থেকে এভাবে বেরিয়ে আসবে যেমন তার মা তাকে প্রসব করেছিল।
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1510- وَفِي رِوَايَة لَهُ قَالَ إِن الله فرض صِيَام رَمَضَان وسننت لكم قِيَامه فَمن صَامَهُ وقامه إِيمَانًا واحتسابا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه
