আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫০৯
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০৯. হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ মাদ্রির একবার অন্যান্য মাসের তুলনায় রমযানের মর্যাদার উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, যে ব্যক্তি রমযান মাসে রাত্রি জাগরণ করবে (সালাতুত তারাবীহ আদায় করবে), সে গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেমন (নিষ্পাপ অবস্থায়) তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন এবং বলেছেন, এখানে সাহাবীর নামটি ভুল উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি আবু হুরায়রা (রা)-এর বর্ণিত হাদীস।)
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1509- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكر رَمَضَان يفضله على الشُّهُور فَقَالَ من قَامَ رَمَضَان إِيمَانًا واحتسابا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ النَّسَائِيّ وَقَالَ هَذَا خطأ وَالصَّوَاب أَنه عَن أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫০৯ | মুসলিম বাংলা