আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫০৮
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন: তোমাদের সামনে কি আসছে এবং তোমরা কিসের মুখোমুখি হচ্ছ? কথাটি তিনি তিনবার বললেন। উমর ইবনুল খাত্তাব (রা) বললেন, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি কোন ওহী অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, না। উমর বললেন, তা হলে কি কোন শত্রু এসে গিয়েছে? তিনি বললেন, না। উমর বললেন, তাহলে সেটি কি? রাসূলুল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ রমযানের প্রথম রাত্রিতে সকল কিবলা অনুসারীকে মাফ করে দেন। এই বলে তিনি কিবলার দিকে হাতে ইশারা করলেন। একথা শুনে এক ব্যক্তি তাঁর সামনে মাথা নাড়তে লাগল এবং বলতে লাগল, বাহ বাহ। রাসূলুল্লাহ ﷺ বললেন, এতে কি তোমার অন্তর সংকীর্ণ হয়ে গেল? সে বলল, না, বরং আমি মুনাফিকদের কথা ভাবছি। তিনি বললেন, মুনাফিকরা হল কাফির। আর এতে কাফিরদের জন্য কোন কিছু নেই।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। ইবন খুযায়মা বলেন, হাদীসটি যদি সহীহ হয়ে থাকে তবুও আমি খালাফ আবুর রবী ও তার পরবর্তী বর্ণনাকারী আমর ইবন হামযা কায়সীর নির্ভরযোগ্যতা-অনির্ভরযোগ্যতা সম্পর্কে অনবহিত।) |
(হাফিয বলেন), ইব্ন আবূ হাতিম তাদের দু'জনেরই আলোচনা করেছেন কিন্তু তাদের সমালোচনায় কিছু বলেননি। আল্লাহ্ ভাল জানেন।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। ইবন খুযায়মা বলেন, হাদীসটি যদি সহীহ হয়ে থাকে তবুও আমি খালাফ আবুর রবী ও তার পরবর্তী বর্ণনাকারী আমর ইবন হামযা কায়সীর নির্ভরযোগ্যতা-অনির্ভরযোগ্যতা সম্পর্কে অনবহিত।) |
(হাফিয বলেন), ইব্ন আবূ হাতিম তাদের দু'জনেরই আলোচনা করেছেন কিন্তু তাদের সমালোচনায় কিছু বলেননি। আল্লাহ্ ভাল জানেন।
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1508- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَاذَا يستقبلكم وتستقبلون ثَلَاث مَرَّات فَقَالَ عمر بن الْخطاب يَا رَسُول الله وَحي نزل قَالَ لَا
قَالَ عَدو حضر قَالَ لَا
قَالَ فَمَاذَا قَالَ إِن الله يغْفر فِي أول لَيْلَة من شهر رَمَضَان لكل أهل هَذِه الْقبْلَة
وَأَشَارَ بِيَدِهِ إِلَيْهَا فَجعل رجل بَين يَدَيْهِ يهز رَأسه وَيَقُول بخ بخ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا فلَان ضَاقَ بِهِ صدرك
قَالَ لَا وَلَكِن ذكرت الْمُنَافِق فَقَالَ إِن الْمُنَافِقين هم الْكَافِرُونَ وَلَيْسَ للْكَافِرِينَ فِي ذَلِك شَيْء
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَقَالَ ابْن خُزَيْمَة إِن صَحَّ الْخَبَر فَإِنِّي لَا أعرف خلفا أَبَا الرّبيع بعدالة وَلَا جرح وَلَا عَمْرو بن حَمْزَة الْقَيْسِي الَّذِي دونه
قَالَ الْحَافِظ قد ذكرهمَا ابْن أبي حَاتِم وَلم يذكر فيهمَا جرحا وَالله أعلم
قَالَ عَدو حضر قَالَ لَا
قَالَ فَمَاذَا قَالَ إِن الله يغْفر فِي أول لَيْلَة من شهر رَمَضَان لكل أهل هَذِه الْقبْلَة
وَأَشَارَ بِيَدِهِ إِلَيْهَا فَجعل رجل بَين يَدَيْهِ يهز رَأسه وَيَقُول بخ بخ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا فلَان ضَاقَ بِهِ صدرك
قَالَ لَا وَلَكِن ذكرت الْمُنَافِق فَقَالَ إِن الْمُنَافِقين هم الْكَافِرُونَ وَلَيْسَ للْكَافِرِينَ فِي ذَلِك شَيْء
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَقَالَ ابْن خُزَيْمَة إِن صَحَّ الْخَبَر فَإِنِّي لَا أعرف خلفا أَبَا الرّبيع بعدالة وَلَا جرح وَلَا عَمْرو بن حَمْزَة الْقَيْسِي الَّذِي دونه
قَالَ الْحَافِظ قد ذكرهمَا ابْن أبي حَاتِم وَلم يذكر فيهمَا جرحا وَالله أعلم
