আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫১১
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫১১. হযরত আমর ইবন মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার জনৈক ব্যক্তি নবী করীম ﷺ-এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। আপনি বলুন তো আমি যদি এ কথার সাক্ষ্য নেই যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন ইলাহ নেই, আর আপনি আল্লাহর রাসূল এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত প্রদান করি, রমযানের সাওম পালন করি ও রাত্রি জাগরণ করি। তখন আমি কাদের অন্তর্ভুক্ত হব? রাসুলুল্লাহ ﷺ বললেন, তুমি সিদ্দীক ও শহীদদের অন্তর্ভুক্ত হবে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ ইবন হিব্বানের।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ ইবন হিব্বানের।)
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1511- وَعَن عَمْرو بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الصَّلَوَات الْخمس وَأديت الزَّكَاة وَصمت رَمَضَان وقمته فَمِمَّنْ أَنا قَالَ من الصديقين وَالشُّهَدَاء
رَوَاهُ الْبَزَّار وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان
رَوَاهُ الْبَزَّار وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان
