আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫০৫
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০৫. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: নিশ্চয়ই আল্লাহর সদয় প্রতিশ্রুতি অনুযায়ী তিনি রমযানের প্রতি রাতে ছয় লক্ষ করে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তারপর যখন রমযানের শেষ রাতটি আগমন করে, তখন আল্লাহ্ বিগত সংখ্যার পরিমাণ( অর্থাৎ পুরো মাসে যত লোককে মুক্তি প্রদান করেছেন, তার সমষ্টির পরিমাণ।)লোককে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি মুরসালভাবেই এসেছে।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি মুরসালভাবেই এসেছে।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1505- وَعَن الْحسن قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله عز وَجل فِي كل لَيْلَة من رَمَضَان سِتّمائَة ألف عَتيق من النَّار فَإِذا كَانَ آخر لَيْلَة أعتق الله بِعَدَد من مضى
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ هَكَذَا جَاءَ مُرْسلا
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ هَكَذَا جَاءَ مُرْسلا