আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৫০৪
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন। তিন ব্যক্তির দু'আ প্রত্যাখ্যান করা হয় না। রোযাদার যে পর্যন্ত না সে ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক ও মযলুম ব্যক্তির দু'আ। মযলুমের দু'আকে আল্লাহ্ মেঘমালার উপর উঠিয়ে নেন এবং আসমানের দরজাসমূহ এর জন্য খুলে দেয়া হয়। আল্লাহ্ তখন বলেন, আমার ইয্যতের শপথ! আমি অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছু সময় পরে হয়।
(হাদীসটি আহমদ একটি দীর্ঘ হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিরমিযীও এটি বর্ণনা করে হাসান বলে মন্তব্য করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের 'সহীহ'-এ বর্ণনা করেন। বাযযার এ হাদীসটি নিম্নোক্ত শব্দসমূহে বর্ণনা করেছেন:
তিন ব্যক্তির বেলায় আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের দু'আ প্রত্যাখ্যান করা হবে না। রোযাদার, যে পর্যন্ত না সে ইফতার করে, মযলুম ব্যক্তি, যে পর্যন্ত না সে প্রতিশোধ গ্রহণ করে এবং মুসাফির, যে পর্যন্ত না সে বাড়িতে ফিরে আসে।)
(হাদীসটি আহমদ একটি দীর্ঘ হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিরমিযীও এটি বর্ণনা করে হাসান বলে মন্তব্য করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের 'সহীহ'-এ বর্ণনা করেন। বাযযার এ হাদীসটি নিম্নোক্ত শব্দসমূহে বর্ণনা করেছেন:
তিন ব্যক্তির বেলায় আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের দু'আ প্রত্যাখ্যান করা হবে না। রোযাদার, যে পর্যন্ত না সে ইফতার করে, মযলুম ব্যক্তি, যে পর্যন্ত না সে প্রতিশোধ গ্রহণ করে এবং মুসাফির, যে পর্যন্ত না সে বাড়িতে ফিরে আসে।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1504- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ترد دعوتهم الصَّائِم حَتَّى يفْطر وَالْإِمَام الْعَادِل ودعوة الْمَظْلُوم يرفعها الله فَوق الْغَمَام وتفتح لَهَا أَبْوَاب السَّمَاء وَيَقُول الرب وَعِزَّتِي لأنصرنك وَلَو بعد حِين
ৎرَوَاهُ أَحْمد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَزَّار وَلَفظه ثَلَاثَة حق على الله أَن لَا يرد لَهُم دَعْوَة الصَّائِم حَتَّى يفْطر والمظلوم حَتَّى ينتصر وَالْمُسَافر حَتَّى يرجع
ৎرَوَاهُ أَحْمد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَزَّار وَلَفظه ثَلَاثَة حق على الله أَن لَا يرد لَهُم دَعْوَة الصَّائِم حَتَّى يفْطر والمظلوم حَتَّى ينتصر وَالْمُسَافر حَتَّى يرجع