আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫০২
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০২. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন: মহান আল্লাহ প্রতিদিন ইফতারের সময় অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।
(হাদীসটি আহমদ এমন সনদে বর্ণনা করেছেন, যাতে কোন আপত্তি নেই। তাবারানীও এটি বর্ণনা করেন। বায়হাকীও এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, ছোটদের থেকে বড়দের বর্ণনায় এটি একটি গরীব পর্যায়ের হাদীস, সনদটি হচ্ছে আমাশ... হুসায়ন ইব্‌ন ওয়াকিদ।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1502- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لله عز وَجل عِنْد كل فطر عُتَقَاء

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ هَذَا حَدِيث غَرِيب فِي رِوَايَة الأكابر عَن الأصاغر وَهُوَ رِوَايَة الْأَعْمَش عَن الْحُسَيْن بن وَاقد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫০২ | মুসলিম বাংলা