আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৯৮
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯৮. তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ র-কে বলতে শুনেছি। রমযান মাস এসেছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় ও জাহান্নামের দরজাসমূহ রুদ্ধ করে দেয়া হয়; শয়তানগুলোকে শিকল পরিয়ে দেয়া হয়। ধ্বংস ঐ ব্যক্তির জন্য যে, রমযান পেল অথচ তাকে ক্ষমা করা হল না। এ মাসে যখন সে ক্ষমা পেল না, তখন আর কবে?
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1498- وروى الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول هَذَا رَمَضَان قد جَاءَ تفتح فِيهِ أَبْوَاب الْجنَّة وتغلق فِيهِ أَبْوَاب النَّار وتغل فِيهِ الشَّيَاطِين بعدا لمن أدْرك رَمَضَان فَلم يغْفر لَهُ إِذا لم يغْفر لَهُ فَمَتَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৪৯৮ | মুসলিম বাংলা