আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৯৭
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার রমযান মাস আসল, রাসুলুল্লাহ্ ﷺ হয় তখন বললেন: তোমাদের কাছে এ মাসটি এসেছে, এতে এমন একটি রাত রয়েছে, যা হাজার মাসের চাইতেও উত্তম। যে ব্যক্তি এর পুণ্য থেকে বঞ্চিত রইল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত রইল। আর অভাগা ব্যক্তি ছাড়া কেউই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে না।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর সনদটি হাসান।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর সনদটি হাসান।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1497- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ دخل رَمَضَان فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن هَذَا الشَّهْر قد حضركم وَفِيه لَيْلَة خير من ألف شهر من حرمهَا فقد حرم الْخَيْر كُله وَلَا يحرم خَيرهَا إِلَّا محروم
رَوَاهُ ابْن مَاجَه وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ ابْن مَاجَه وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى