আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৯৬
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯৬. হযরত উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ একদিন রমযান আসলে বলেছিলেনঃ তোমাদের নিকট বরকতের মাস রমযান এসেছে। আল্লাহ এ মাসে তোমাদেরকে রহমত দ্বারা ঢেকে ফেলেন। অতএব তিনি রহমত নাযিল করেন, পাপরাশি মিটিয়ে দেন এবং দু'আ কবুল করেন। এ মাসে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং তোমাদের নিয়ে তাঁর ফিরিশতাকুলের সাথে গর্ব করেন। তাই তোমাদের পক্ষ থেকে আল্লাহকে সৎকর্ম প্রদর্শন কর। কেননা হতভাগা ঐ ব্যক্তি, যে এ মাসে মহান আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীর নির্ভরযোগ্য। তবে রাবী হিসেবে মুহাম্মদ ইবন কায়স-এর দোষগুণ আমার নিকট উপস্থিত নেই।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1496- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَوْمًا وَحضر رَمَضَان أَتَاكُم رَمَضَان شهر بركَة يغشاكم الله فِيهِ فَينزل الرَّحْمَة ويحط الْخَطَايَا ويستجيب فِيهِ الدُّعَاء ينظر الله تَعَالَى إِلَى تنافسكم فِيهِ ويباهي بكم مَلَائكَته فأروا الله من أَنفسكُم خيرا فَإِن الشقي من حرم فِيهِ رَحْمَة الله عز وَجل

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا أَن مُحَمَّد بن قيس لَا يحضرني فِيهِ جرح وَلَا تَعْدِيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৪৯৬ | মুসলিম বাংলা