আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৯৪
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯৪. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: রমযানের প্রথম রাতটি যখন আসে, আল্লাহ তার সৃষ্টিকূলের প্রতি দৃষ্টিপাত করেন। আর আল্লাহ যখন তাঁর কোন বান্দার প্রতি দৃষ্টি দেন, তখন আর কখনও তাকে শাস্তি দেন না। আর রমযানের প্রতি রাতে আল্লাহ্ এক লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যখন উনত্রিশতম রাত আগমন করে, তখন সারা মাসে মুক্তিপ্রাপ্তদের সমপরিমাণ লোককে তিনি এই এক রাতেই মুক্তি দিয়ে থাকেন। তারপর যখনই ঈদুল ফিতরের রাত আসে, তখন ফিরিশতাগণ কলরব করতে থাকেন। আর এদিকে আল্লাহ্ তা'আলা আপন নূরের তাজাল্লী প্রকাশ করতে থাকেন, যার স্বরূপ কোন বর্ণনাকারীই বর্ণনা করতে পারে না। আগামী দিনের ঈদকে সামনে নিয়ে একদল ফিরিশতা বলতে থাকেন: হে ফিরিশতাদের দল। শ্রমিক যখন কাজ শেষ করে ফেলে তখন তার কি বিনিময় হওয়া উচিত? অন্য দল বলে, তার পূর্ণ পারিশ্রমিক আদায় করে দেয়া। আল্লাহ্ তা'আলা তখন বলেনঃ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে, অবশ্যই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম।
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1494- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ أول لَيْلَة من شهر رَمَضَان نظر الله إِلَى خلقه وَإِذا نظر الله إِلَى عبد لم يعذبه أبدا وَللَّه فِي كل يَوْم ألف ألف عَتيق من النَّار فَإِذا كَانَت لَيْلَة تسع وَعشْرين أعتق الله فِيهَا مثل جَمِيع مَا أعتق فِي الشَّهْر كُله فَإِذا كَانَت لَيْلَة الْفطر ارتجت الْمَلَائِكَة وتجلى الْجَبَّار تَعَالَى بنوره مَعَ أَنه لَا يصفه الواصفون فَيَقُول للْمَلَائكَة وهم فِي عيدهم من الْغَد يَا معشر الْمَلَائِكَة يُوحى إِلَيْهِم مَا جَزَاء الْأَجِير إِذا وفى عمله تَقول الْمَلَائِكَة يُوفى أجره فَيَقُول الله تَعَالَى أشهدكم أَنِّي قد غفرت لَهُم
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ