আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৯৩
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯৩. মুসলিমের অপর এক বর্ণনায় বলা হয়েছে। রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে শিকল পরিয়ে দেয়া হয়।
তিরমিযী, ইবন মাজাহ ও ইবন খুযায়মা এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই এটি আবু বকর ইবন আইয়াশ… আমাশ... আবু সালিহ... আবূ হুরায়রা (রা) এই সনদে বর্ণনা করেন। তাঁদের শব্দমালা এরূপ:
রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: রমযানের প্রথম রাতটি যখন আসে, তখন শয়তান ও দুর্ধর্ষ জিন্নগুলোকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। ইবন খুযায়মা বলেন, দুর্ধর্ষ জিন্ন অথবা শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং এগুলো আর খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় আর এগুলো বন্ধ করা হয় না। একজন আহবানকারী এই বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণকামী। তুমি অগ্রসর হও, আর হে অকল্যাণ অভিলাসী। তুমি ক্ষান্ত হও। আল্লাহ জাহান্নাম থেকে প্রচুর লোককে মুক্তি দেবেন। আর এ আহবান প্রতি রাতেই চলতে থাকে।
(তিরমিযী বলেন, হাদীসটি গরীব। নাসাঈ ও হাকিম এ হাদীসটি প্রায় এভাবেই বর্ণনা করেছেন। হাকিম বলেন, এটি বুখারী ও মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1493- وَفِي رِوَايَة لمُسلم فتحت أَبْوَاب الرَّحْمَة وغلقت أَبْوَاب جَهَنَّم وسلسلت الشَّيَاطِين

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة أبي بكر بن عَيَّاش عَن الْأَعْمَش عَن أبي صَالح عَن أبي هُرَيْرَة وَلَفْظهمْ قَالَ إِذا كَانَ أول لَيْلَة من شهر رَمَضَان صفدت الشَّيَاطِين ومردة الْجِنّ وَقَالَ ابْن خُزَيْمَة الشَّيَاطِين مَرَدَة الْجِنّ بِغَيْر وَاو وغلقت أَبْوَاب النَّار فَلم يفتح مِنْهَا بَاب وَفتحت أَبْوَاب الْجنَّة فَلم يغلق مِنْهَا بَاب وينادي مُنَاد يَا باغي الْخَيْر أقبل وَيَا باغي الشَّرّ أقصر وَللَّه عُتَقَاء من النَّار وَذَلِكَ كل لَيْلَة
قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَرَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم بِنَحْوِ هَذَا اللَّفْظ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান