আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৯০
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯০. আবুশ শায়খের অপর এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি রমযান মাসে হালাল উপার্জন থেকে কোন রোযাদারকে ইফতার করাবে, পূর্ণ রমযানের রাতসমূহে ফিরিশতাগণ তার জন্য দু'আ করতে থাকবে এবং লায়লাতুল কদরে জিবরাঈল (আ) তার সাথে মুসাফাহা করবেন। আর যার সাথে জিবরাঈল (আ) মুসাফাহা করবেন, তার অন্তর কোমল হয়ে যাবে এবং তার কান্না বেড়ে যাবে।
বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বলুন তো যার এই সামর্থ্য নেই? তিনি বললেন, তা হলে এক মুঠো খাবার। আমি বললাম, আপনি বলুন, যদি তার কাছে এক টুকরো রুটিও না থাকে? তিনি বললেন, তাহলে এক ঢোক দুধ। আমি বললাম, তাও যদি তার নিকট না থাকে? তিনি বললেন, তাহলে একঢোক পানি।
(হাফিয (যাকী উদ্দীন) বলেন। তাঁদের সনদসমূহে আলী ইবন যায়দ ইবন জুদআন-এর উল্লেখ রয়েছে। হাদীসটি ইব্ন খুযায়মা ও বায়হাকী সংক্ষিপ্তভাবে তাঁর সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। এই সনদে কাসীর ইব্ন যায়দ নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বলুন তো যার এই সামর্থ্য নেই? তিনি বললেন, তা হলে এক মুঠো খাবার। আমি বললাম, আপনি বলুন, যদি তার কাছে এক টুকরো রুটিও না থাকে? তিনি বললেন, তাহলে এক ঢোক দুধ। আমি বললাম, তাও যদি তার নিকট না থাকে? তিনি বললেন, তাহলে একঢোক পানি।
(হাফিয (যাকী উদ্দীন) বলেন। তাঁদের সনদসমূহে আলী ইবন যায়দ ইবন জুদআন-এর উল্লেখ রয়েছে। হাদীসটি ইব্ন খুযায়মা ও বায়হাকী সংক্ষিপ্তভাবে তাঁর সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। এই সনদে কাসীর ইব্ন যায়দ নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1490- وَفِي رِوَايَة لابي الشَّيْخ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فطر صَائِما فِي شهر رَمَضَان من كسب حَلَال صلت عَلَيْهِ الْمَلَائِكَة ليَالِي رَمَضَان كلهَا وَصَافحهُ جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام لَيْلَة الْقدر وَمن صافحه جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام يرق قلبه وتكثر دُمُوعه
قَالَ فَقلت يَا رَسُول الله أَفَرَأَيْت من لم يكن عِنْده قَالَ فقبضة من طَعَام
قلت أَفَرَأَيْت إِن لم يكن عِنْده لقْمَة خبز قَالَ فمذقة من لبن
قَالَ أَفَرَأَيْت إِن لم تكن عِنْده قَالَ فشربة من مَاء
قَالَ الْحَافِظ وَفِي أسانيدهم عَليّ بن زيد بن جدعَان وَرَوَاهُ ابْن خُزَيْمَة أَيْضا وَالْبَيْهَقِيّ بِاخْتِصَار عَنهُ من حَدِيث أبي هُرَيْرَة وَفِي إِسْنَاده كثير بن زيد
قَالَ فَقلت يَا رَسُول الله أَفَرَأَيْت من لم يكن عِنْده قَالَ فقبضة من طَعَام
قلت أَفَرَأَيْت إِن لم يكن عِنْده لقْمَة خبز قَالَ فمذقة من لبن
قَالَ أَفَرَأَيْت إِن لم تكن عِنْده قَالَ فشربة من مَاء
قَالَ الْحَافِظ وَفِي أسانيدهم عَليّ بن زيد بن جدعَان وَرَوَاهُ ابْن خُزَيْمَة أَيْضا وَالْبَيْهَقِيّ بِاخْتِصَار عَنهُ من حَدِيث أبي هُرَيْرَة وَفِي إِسْنَاده كثير بن زيد