আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৯১
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৯১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের এই মাসটি তোমাদের উপর ছায়াপাত করেছে। রাসুলুল্লাহ ﷺ শপথ করে বলেছেন যে, মুসলমানদের উপর দিয়ে এর চাইতে উত্তম কোন মাস অতিক্রম করে নাই। আর মুনাফিকদের জন্য এর চেয়ে মন্দ কোন মাস অতিক্রম করে নাই। রাসুলুল্লাহ্ ﷺ শপথ করে বলেছেন যে, মুসলমানদের জন্য এ মাসের আগমনের পূর্বেই এর পুণ্য ও বর্ধিত বিনিময় আল্লাহ তা'আলা লিপিবদ্ধ করেন এবং মুনাফিকদের জন্য এর পাপ ও দুর্ভাগ্যজনক পরিণতি লিপিবদ্ধ করেন। এটা এজন্য যে, মু'মিন এ মাসের ইবাদতের জন্য পূর্ব থেকেই আহার্য সঞ্চয় করে প্রস্তুতি গ্রহণ করে থাকে আর মুনাফিক ব্যক্তি মু'মিনদের অসতর্ক মহূর্তের ত্রুটি-বিচ্যুতি ও তাদের দোষ ধরার প্রস্তুতি নিতে থাকে। অতএব এটি এমন একটি সুবর্ণ সুযোগ, মু'মিন যার সদ্ব্যবহার করে থাকে।
বুন্দার-এর বর্ণনায় রয়েছে এরূপ: এটি মু'মিনদের জন্য সুবর্ণ-সুযোগ- পাপী ব্যক্তিরাও যার সুযোগ গ্রহণ করে থাকে।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং অপরাপর মুহাদ্দিসগণও বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1491- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أظلكم شهركم هَذَا بمحلوف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا مر بِالْمُسْلِمين شهر خير لَهُم مِنْهُ وَلَا مر بالمنافقين شهر شَرّ لَهُم مِنْهُ بمحلوف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ليكتب أجره ونوافله قبل أَن يدْخلهُ وَيكْتب إصره وشقاءه قبل أَن يدْخلهُ وَذَلِكَ أَن الْمُؤمن يعد فِيهِ الْقُوت من النَّفَقَة لِلْعِبَادَةِ ويعد فِيهِ الْمُنَافِق اتِّبَاع غفلات الْمُؤمنِينَ وَاتِّبَاع عَوْرَاتهمْ فغنم يغنمه الْمُؤمن وَقَالَ بنْدَار فِي حَدِيثه فَهُوَ غنم للْمُؤْمِنين يغتنمه الْفَاجِر

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান