আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৮১
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৮১. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন। যে ব্যক্তি মক্কা শরীফে রমযানের মাস পেল, রোযা রাখল এবং তার সাধ্যানুযায়ী রাত্রে ইবাদত করল, আল্লাহ্ তার আমলনামায় এক লক্ষ রমযানের পুণ্য লিখে দিবেন। প্রতিটি দিনের বিনিময়ে একটি দাসমুক্ত করার সওয়াব লিখা হবে, প্রতিটি রাতের পরিবর্তে একটি দাস মুক্ত করার সওয়াব লিখা হবে, প্রতিদিন আল্লাহর পথে জিহাদের জন্য একটি অশ্বদানের সওয়াব লিখা হবে এবং প্রতিদিনে একটি বিশেষ পুণ্য ও প্রতি রাতে একটি বিশেষ গুণ্য লিখা হবে।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন, তবে এর সনদটি বর্তমানে আমার নিকট উপস্থিত নেই।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1481- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أدْرك شهر رَمَضَان بِمَكَّة فصامه وَقَامَ مِنْهُ مَا تيَسّر كتب الله لَهُ مائَة ألف شهر رَمَضَان فِيمَا سواهُ وَكتب لَهُ بِكُل يَوْم عتق رَقَبَة وَبِكُل لَيْلَة عتق رَقَبَة وكل يَوْم حملان فرس فِي سَبِيل الله وَفِي كل يَوْم حَسَنَة وَفِي كل لَيْلَة حَسَنَة

رَوَاهُ ابْن مَاجَه وَلَا يحضرني الْآن سَنَده
tahqiqতাহকীক:তাহকীক চলমান