আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৮০
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৪৮০. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন: যে ব্যক্তি রমযানের রোযা রাখল, এর সীমানা চিনে নিল এবং যথাযথ এর দাবি পূরণ করল, সে তার পূর্ববর্তী গুনাহসমূহ দূর করে দিল।
(হাদীসটি ইবন হিব্বান তার 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি রিওয়ায়াত করেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1480- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ رَمَضَان وَعرف حُدُوده وَتحفظ مِمَّا يَنْبَغِي لَهُ أَن يتحفظ كفر مَا قبله

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান