আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৭৫
অধ্যায়ঃ রোযা
অনুচ্ছেদ
১৪৭৫. আবদুল্লাহ্ ইব্ন আবূ মুলায়কা সূত্রে হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: নিশ্চয়ই ইফতারের সময় রোযাদারের এমন একটি দু'আ রয়েছে, যা প্রত্যাখ্যান করা হয় না। আবদুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ্ ইবন আমরকে ইফতারের সময় এই দু'আটি পাঠ করতে শুনেছিঃ
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
"হে আল্লাহ্। তোমার সর্বব্যাপী রহমতের ওসীলায় তোমার দরবারে প্রার্থনা জানাচ্ছি যে, তুমি আমাকে ক্ষমা করে দাও।"
অপর এক বর্ণনায় ذنوبی কথাটি অতিরিক্ত রয়েছে।
(হাদীসটি বায়হাকী ইসহাক ইব্ন উবায়দুল্লাহ্ সূত্রে আবদুল্লাহ ইবন আবু মুলায়কা থেকে বর্ণনা করেছেন। এই ইসহাক মদীনার অধিবাসী। হাদীস বর্ণনায় তার তেমন কোন পরিচিতি নেই। আল্লাহ সর্বজ্ঞ।)
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
"হে আল্লাহ্। তোমার সর্বব্যাপী রহমতের ওসীলায় তোমার দরবারে প্রার্থনা জানাচ্ছি যে, তুমি আমাকে ক্ষমা করে দাও।"
অপর এক বর্ণনায় ذنوبی কথাটি অতিরিক্ত রয়েছে।
(হাদীসটি বায়হাকী ইসহাক ইব্ন উবায়দুল্লাহ্ সূত্রে আবদুল্লাহ ইবন আবু মুলায়কা থেকে বর্ণনা করেছেন। এই ইসহাক মদীনার অধিবাসী। হাদীস বর্ণনায় তার তেমন কোন পরিচিতি নেই। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الصَّوْم
فصل
1475- عَن عبد الله يَعْنِي ابْن أبي مليكَة عَن عبد الله يَعْنِي ابْن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن للصَّائِم عِنْد فطره لدَعْوَة مَا ترد قَالَ وَسمعت عبد الله يَقُول عِنْد فطره اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِرَحْمَتك الَّتِي وسعت كل شَيْء أَن تغْفر لي
زَاد فِي رِوَايَة ذُنُوبِي
رَوَاهُ الْبَيْهَقِيّ عَن إِسْحَاق بن عبيد الله عَنهُ وَإِسْحَاق هَذَا مدنِي لَا يعرف وَالله أعلم
زَاد فِي رِوَايَة ذُنُوبِي
رَوَاهُ الْبَيْهَقِيّ عَن إِسْحَاق بن عبيد الله عَنهُ وَإِسْحَاق هَذَا مدنِي لَا يعرف وَالله أعلم