আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৭৪
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৭৪. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাহে একদিন রোযা পালন করল, আল্লাহ তার মধ্যে ও জাহান্নামের মধ্যে আসমান-যমীনের দূরত্ব সমান একটি, পরিখা সৃষ্টি করে দিবেন।
(হাদীসটি তিরমিযী ওলীদ ইবন জামীল... কাসিম ইবন আবদুর রহমান ... আবু উমামা সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব; তাবারানীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি এভাবে বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাহে একদিন রোযা পালন করল, আল্লাহ্ তার চেহারাকে জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যাবেন, একটি হালকাদেহী ও দ্রুতগামী অশ্ব একশ বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে।
অনেক আলিমের মতে এই সকল হাদীস জিহাদের ময়দানে রোযা পালনের ক্ষেত্রে প্রযোজ্য। তিরমিযী প্রমুখ মুহাদ্দিসগণ এই প্রসঙ্গে পৃথক অনুচ্ছেদও এনেছেন। আবার কতিপয় আলিম বলেন, সকল রোযাই আল্লাহর রাহে রোযার অন্তর্ভুক্ত থাকবে, যদি তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়। 'আল্লাহর রাহে রোযা' শীর্ষক একটি অনুচ্ছেদ এ কিতাবেও ইনশা আল্লাহ্ সামনে আসবে।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1474- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ يَوْمًا فِي سَبِيل الله جعل الله بَينه وَبَين النَّار خَنْدَقًا كَمَا بَين السَّمَاء وَالْأَرْض

رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة الْوَلِيد بن جميل عَن الْقَاسِم بن عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة وَقَالَ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ من صَامَ يَوْمًا فِي سَبِيل الله بعد الله وَجهه عَن النَّار مسيرَة مائَة عَام ركض الْفرس الْجواد الْمُضمر
وَقد ذهب طوائف من الْعلمَاء إِلَى أَن هَذِه الْأَحَادِيث جَاءَت فِي فضل الصَّوْم فِي الْجِهَاد
وَبَوَّبَ على هَذَا التِّرْمِذِيّ وَغَيره وَذَهَبت طَائِفَة إِلَى أَن كل الصَّوْم فِي سَبِيل الله إِذا كَانَ خَالِصا لوجه الله تَعَالَى وَيَأْتِي بَاب فِي الصَّوْم فِي الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান