আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৬৭
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ ﷺ আমাকে কোন। আমলের নির্দেশ দিন। তিনি বললেন, তুমি রোযা রাখ। কেননা এর পুণ্যের কোন পরিমাপ নেই। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কোন আমলের কথা বলুন। তিনি বললেন, রোযা রাখ। কারণ এর পূণ্যের কোন পরিমাপ নেই। আমি আবার বললাম ইয়া রাসুলাল্লাহ। আমাকে আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি রোযা পালন কর। কেননা এর কোন তুলনা নেই।
(হাদীসটি নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে পুনরাবৃত্তিসহ এবং পুনরাবৃত্তি ছাড়া বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে একে সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে পুনরাবৃত্তিসহ এবং পুনরাবৃত্তি ছাড়া বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে একে সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1467- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مرني بِعَمَل قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عدل لَهُ
قلت يَا رَسُول الله مرني بِعَمَل قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عدل لَهُ
قلت يَا رَسُول الله مرني بِعَمَل قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مثل لَهُ
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا بالتكرار وبدونه وللحاكم وَصَححهُ
قلت يَا رَسُول الله مرني بِعَمَل قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا عدل لَهُ
قلت يَا رَسُول الله مرني بِعَمَل قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مثل لَهُ
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا بالتكرار وبدونه وللحاكم وَصَححهُ