আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৬৮
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬৮. নাসাঈর অপর এক বর্ণনায় এমন রয়েছে। আবু উমামা বলেনঃ আমি রাসুলুল্লাহ ﷺ -এর নিকট এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ। আমাকে এমন বিষয়ের কথা বলুন, যার দ্বারা আল্লাহ্ আমাকে উপকৃত করবেন। তিনি বললেন, তুমি রোযা রাখ। কেননা এর কোন তুলনা নেই।
(ইব্‌ন হিব্বান এ হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে বর্ণনা করেছেনঃ
আবু উমামা বলেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন আমলের সন্ধান দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন, তুমি রোযা পালন কর। কেননা এর কোন তুলনা নেই। বর্ণনাকারী বলেন, এ কারণেই আবু উমামার বাড়িতে দিনের বেলায় কখনও আগুনের ধোঁয়া দেখা যেত না। তবে যদি কখনও মেহমান এসে পড়ত।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1468- وَفِي رِوَايَة للنسائي قَالَ أتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله مرني بِأَمْر يَنْفَعنِي الله بِهِ قَالَ عَلَيْك بالصيام فَإِنَّهُ لَا مثل لَهُ

وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث قَالَ قلت يَا رَسُول الله دلَّنِي على عمل أَدخل بِهِ الْجنَّة قَالَ عَلَيْك بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مثل لَهُ
قَالَ فَكَانَ أَبُو أُمَامَة لَا يرى فِي بَيته الدُّخان نَهَارا إِلَّا إِذا نزل بهم ضيف
tahqiqতাহকীক:তাহকীক চলমান