আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৬৬
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬৬. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তিনি বললেন, যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করল এবং শেষ পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত রইল, সে জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোযা রাখল, তার বিনিময়ে তার জান্নাতে প্রবেশ মোহরাঙ্কিত হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু সাদকা করল, তার জান্নাতে প্রবেশও মোহরাঙ্কিত হয়ে গেল।
(হাদীসটি আহমদ নির্দোষ সনদে বর্ণনা করেছেন। ইস্পাহানীও এটি এভাবে বর্ণনা করেছেন: হে হুযায়ফা। যে ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোযা রাখার সৌভাগ্য হল, তাকে আল্লাহ্ জান্নাতে দাখিল করবেন।)
(হাদীসটি আহমদ নির্দোষ সনদে বর্ণনা করেছেন। ইস্পাহানীও এটি এভাবে বর্ণনা করেছেন: হে হুযায়ফা। যে ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোযা রাখার সৌভাগ্য হল, তাকে আল্লাহ্ জান্নাতে দাখিল করবেন।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1466- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ أسندت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَى صَدْرِي فَقَالَ من قَالَ لَا إِلَه إِلَّا الله ختم لَهُ بهَا دخل الْجنَّة وَمن صَامَ يَوْمًا ابْتِغَاء وَجه الله ختم لَهُ بِهِ دخل الْجنَّة وَمن تصدق بِصَدقَة ابْتِغَاء وَجه الله ختم لَهُ بهَا دخل الْجنَّة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ والأصبهاني وَلَفظه يَا حُذَيْفَة من ختم لَهُ بصيام يَوْم يُرِيد بِهِ وَجه الله عز وَجل أدخلهُ الله الْجنَّة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ والأصبهاني وَلَفظه يَا حُذَيْفَة من ختم لَهُ بصيام يَوْم يُرِيد بِهِ وَجه الله عز وَجل أدخلهُ الله الْجنَّة