আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৬৩
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যদি কোন ব্যক্তি একদিন নফল রোযা রাখে, তারপর তাকে প্রতিদানে পৃথিবী ভরে সোনাও দেয়া হয়, তবুও হিসাবের দিন ব্যতীত এটি রোযার সওয়াবের সমতুল্য হতে পারবে না।
(হাদীসটি আবু ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন। লায়স ইবন আবূ সুলায়ম ছাড়া এর সকল বর্ণনাকারীই নির্ভযোগ্য।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1463- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن رجلا صَامَ يَوْمًا تَطَوّعا ثمَّ أعطي ملْء الأَرْض ذَهَبا لم يسْتَوْف ثَوَابه دون يَوْم الْحساب

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا لَيْث بن أبي سليم
tahqiqতাহকীক:তাহকীক চলমান