আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৬২
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬২. হযরত সালামা ইবন কায়সার (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোযা পালন করল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন, একটি কাকের বাচ্চা শিশুকাল থেকে আকাশে উড়তে উড়তে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়ে মারা গেলে যতটুকু দূরত্ব অতিক্রম করে।
(হাদীসটি আবু ইয়ালা ও বায়হাকী বর্ণনা করেছেন। তাবারানীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি সালামা শব্দে একটি আলিফ বৃদ্ধি করে সালামা ইব্‌ন কায়সার নাম বলেছেন। এ সনদে আবদুল্লাহ্ ইবন লাহিয়া নামক একজন বর্ণনাকারী রয়েছেন। আহমদ ও বাযযার এটি হযরত আবু হুয়ায়রা (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেছেন। এ সনদে একজন বর্ণনাকারী রয়েছেন, যার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1462- وَعَن سَلمَة بن قَيْصر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ يَوْمًا ابْتِغَاء وَجه الله باعده الله من جَهَنَّم كبعد غراب طَار وَهُوَ فرخ حَتَّى مَاتَ هرما

رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فَسَماهُ سَلامَة بِزِيَادَة ألف وَفِي إِسْنَاده عبد الله بن لَهِيعَة وَرَوَاهُ
أَحْمد وَالْبَزَّار من حَدِيث أبي هُرَيْرَة وَفِي إِسْنَاده رجل لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান