আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৪৬৪
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৬৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ প্রায় আবু মুসা আশ'আরী (রা)-কে সমুদ্র অভিযানে নেতৃত্বে প্রেরণ করেছিলেন, তাঁরা একদিন অন্ধকার রাতে নৌকার পাল তুলে রওয়ানা হচ্ছিলেন, এমন সময় উপর থেকে একটি আওয়ায় ভেসে আসল। শূন্য থেকে কে যেন ডেকে বলছে হে নৌকার আরোহীগণ। তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে আল্লাহর একটি ফায়সালার কথা বলব, যা তিনি নিজের জন্য অবধারিত করে রেখেছেন। আবু মুসা বললেন, যদি তুমি সত্যিই কোন সংবাদ বহনকারী হয়ে থাক, তা হলে বল। সে বলল, আল্লাহ নিজের জন্য এ সিদ্ধান্ত অবধারিত করে নিয়েছেন যে, যে ব্যক্তি প্রচণ্ড গরমের দিনে নিজেকে তৃষ্ণার্ত রাখবে, আল্লাহ তৃষ্ণা দিবসে (কিয়ামতের দিন। ) তাকে পানি পান করাবেন।
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। ইবন আবুদ-দুনিয়াও এটি লকীত... আবু বুরদা... আবু মুসা সুত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন, তবে তিনি হাদীসটি এভাবে বলেছেন: আল্লাহ নিজের জন্য এ সিদ্ধান্ত অবধারিত করে নিয়েছেন যে, যে ব্যক্তি গরমের দিনে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে পিপাসার্ত রাখবে। আল্লাহ তাকে অবশ্যই কিয়ামতের দিন পরিতৃপ্ত করবেন। বর্ণনাকারী বলেন, আবু মূসা প্রচণ্ড গরমের সময় দেখে (নফল) রোযা রাখতেন যখন সাধারণত মানুষ গরমে অস্থির হয়ে থাকত।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1464- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعث أَبَا مُوسَى على سَرِيَّة فِي الْبَحْر فَبَيْنَمَا هم كَذَلِك قد رفعوا الشراع فِي لَيْلَة مظْلمَة إِذا هَاتِف فَوْقهم يَهْتِف يَا أهل السَّفِينَة قفوا أخْبركُم بِقَضَاء قَضَاهُ الله على نَفسه فَقَالَ أَبُو مُوسَى أخبرنَا إِن كنت مخبرا
قَالَ إِن الله تبَارك وَتَعَالَى قضى على نَفسه أَنه من أعطش نَفسه لَهُ فِي يَوْم صَائِف سقَاهُ الله يَوْم الْعَطش

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن إِن شَاءَ الله وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث لَقِيط عَن أبي بردة عَن أبي مُوسَى بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ فِيهِ قَالَ إِن الله تَعَالَى قضى على نَفسه أَنه من عَطش نَفسه لله فِي يَوْم حَار كَانَ حَقًا على الله عز وَجل أَن يرويهِ يَوْم الْقِيَامَة
قَالَ وَكَانَ أَبُو مُوسَى يتوخى الْيَوْم الشَّديد الْحر الَّذِي يكَاد الْإِنْسَان يَنْسَلِخ فِيهِ حرا فيصومه
الشراع بِكَسْر الشين الْمُعْجَمَة هُوَ قلع السَّفِينَة الَّذِي يصفقه الرّيح فتمشي
tahqiqতাহকীক:তাহকীক চলমান