আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৫২
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৫২. ইব্ন খুযায়মার এক বর্ণনায় রয়েছে: রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন, মহান আল্লাহ্ বলেন। আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোযা, কেননা এটি কেবল আমারই জন্য এবং আমিই এর প্রতিদান দেব। রোযা হচ্ছে ঢাল। ঐ সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের জীবন, রোযাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর নিকট মিশকের সুগন্ধি হতেও অধিকতর পসন্দনীয়। রোযাদারের জন্য দু'টি আনন্দের মুহূর্ত রয়েছে। ইফতার করে সে আনন্দ লাভ করে। তার প্রতিপালকের সাথে যখন সে সাক্ষাৎ লাভ করবে, তখনও রোযার বদৌলতে আনন্দ লাভ করবে।
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1452- وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي قَالَ الله عز وَجل كل عمل ابْن آدم لَهُ إِلَّا الصَّوْم فَهُوَ لي وَأَنا أجزي بِهِ الصّيام جنَّة وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لخلوف الصَّائِم أطيب عِنْد الله يَوْم الْقِيَامَة من ريح الْمسك
للصَّائِم فرحتان إِذا أفطر فَرح بفطره وَإِذا لَقِي ربه فَرح بصومه
للصَّائِم فرحتان إِذا أفطر فَرح بفطره وَإِذا لَقِي ربه فَرح بصومه