আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৫১
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৫১. তিরমিযীর এক বর্ণনায় রয়েছে: রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: তোমাদের প্রতিপালক বলেন, প্রত্যেক নেক আমলের সওয়াব দশগুণ থেকে সাতশগুণ পর্যন্ত দেয়া হয়। তবে রোযা আমারই জন্য আর আমিই এর প্রতিদান দেব। আর রোযা হচ্ছে ঢাল। রোযাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক পসন্দনীয়। তোমাদের কারো সাথে যদি রোযা অবস্থায় কোন অজ্ঞ ব্যক্তি মূর্খতা সূলভ আচরণ করে, তবে সে যেন বলে দেয়, আমি রোযাদার। আমি রোযাদার!!
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1451- وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن ربكُم يَقُول كل حَسَنَة بِعشر أَمْثَالهَا إِلَى سَبْعمِائة ضعف وَالصَّوْم لي وَأَنا أجزي بِهِ وَالصَّوْم جنَّة من النَّار ولخلوف الصَّائِم أطيب عِنْد الله من ريح الْمسك وَإِن جهل على أحدكُم جَاهِل وَهُوَ صَائِم فَلْيقل إِنِّي صَائِم إِنِّي صَائِم